Followers ...

Friday, January 21, 2011

ভালোবাসা ....



নির্জনে বয়স পালিয়ে প্রেমের গোধূলি,

আজও এক অশান্ত বিকেলে অদৃশ্য ভালোবাসা যাপন।
সেবেলা সে নদীতীরে গুটি কয়েক আলোছায়া লুকায়,
দেশ ছাড়া দুই প্রাণ দিন গোনে ফিরে পাওয়ার আবহাওয়ায়।
মধ্যবর্তী কাহিনির বাঁধনে প্রান্ত দু'য়ের চিরকালীন দূরত্ব,
এক আকাশ মেঘের রাজ, বৃষ্টি ছোঁয়ায় অকাল বৈরাগ্য ।


Sunday, January 2, 2011

দেবর্ষি (ষষ্ঠ)


কিছু কথা :কবিতা লেখা একটা অভ্যাস । একটি প্রেম । আর ভালোবাসার অলীক ধারণা, বিরহ, দুঃখ, কষ্ট, সঙ্গবোধ --- এসব কিছুই হল অদ্ভুত রকমের না বলতে পারা রোমান্টিকতার সঙ্কলন । পাওয়ার মাঝে তীব্রতা আসেনা, তা আসে না-পাওয়ার ব্যথায়, কিছু স্বপ্ন ভাঙ্গায়, আর আশার বারংবার  ব্যর্থতায় । নতুন বছরের প্রারম্ভে তাই রইল আশা করার প্রতিশ্রুতি, আরও আরও অনেক কবিতা লেখার দাবী, আর বাস্তববাদী রূপে পরিণত হওয়ার অপূর্ব এক চাহিদা ।



------------------------------
শত সহস্র মুহূর্ত চলে যায়,
এক একটি বছরের এই মেলায় আসে যায় ..
সহাস্য কিছু পরিহাস,
প্রেমের বসন্ত মাস ।
'দেবর্ষি' রা থমকে থাকে,
মনের আল্‌গা খাঁজে-ফাঁকে ।
একলা রাতে একটি মেয়েই
শুধু থাকে অপেক্ষায়,
সময় শেষ, ইচ্ছের নিঃশেষ,
শুধু 'দেবর্ষি' নামেরই মানে হয়না ।

দের্বষি (পঞ্চম)



ভূমিকা:: 'দের্বষি'... একটি নাম নয়....মনের গভীরে লুকিয়ে থাকা কিছু অব্যক্ত কথাদের প্রকাশ হওয়ার মাধ্যম....'দের্বষি' এক কাল্পনিক চরিত্র, যে রাতের আঁধারের একলা মুহূর্তে সঙ্গ দেয়। সাহায্য করে কিছু কবিতা লিখতে। বাস্তব জগতে 'দের্বষি' রা হয়না, তাদের হতে দেওয়া চলে না।
         নিঃসঙ্গতার মাঝে কিছু মানুষ শুধু সময়ের খেয়ালে জীবনে আসে, কিন্তূ জীবন তো পথ তৈরী করার নাম। ।....একসাথে বা একলা .......




মারিয়ানার লালচে আঁধারে
তোমায় আমি দেখেছি, দের্বষি,
চরিত্র সাজিয়ে স্বপ্ন বুনেছি,
নববর্ষে রোজ ঘর সাজিয়েছি ।
নামের সন্ধি বিচ্ছেদে
পদবী লুকিয়ে
ভালোবাসার কবিতায় ঘর বোঝাই,
আজ কিছু কাগজ
নৌকার পালে ভাসে

ধূসরতা মেখে রং খেলে কৃষ্ণের রাই ।
আমি প্রমাণ করব ..
কথা রইল, দের্বষি ,
তুমি কাল্পনিক আছ আর থাকবে ,
শুধু কিছু লেখার সঙ্খ্যা বাড়বে ।
মন চুঁইয়ে ভালোবাসা নামলে
দিক নির্ণয়ের কাঁটা দক্ষিণমুখী,
না আজ ষোলোর মুহূর্ত সঙ্গ দেয়,
না দেয় দের্বষি ; তবুও প্রেমেরা চিরসুখী !