কিছু কথা :কবিতা লেখা একটা অভ্যাস । একটি প্রেম । আর ভালোবাসার অলীক ধারণা, বিরহ, দুঃখ, কষ্ট, সঙ্গবোধ --- এসব কিছুই হল অদ্ভুত রকমের না বলতে পারা রোমান্টিকতার সঙ্কলন । পাওয়ার মাঝে তীব্রতা আসেনা, তা আসে না-পাওয়ার ব্যথায়, কিছু স্বপ্ন ভাঙ্গায়, আর আশার বারংবার ব্যর্থতায় । নতুন বছরের প্রারম্ভে তাই রইল আশা করার প্রতিশ্রুতি, আরও আরও অনেক কবিতা লেখার দাবী, আর বাস্তববাদী রূপে পরিণত হওয়ার অপূর্ব এক চাহিদা ।
------------------------------
শত সহস্র মুহূর্ত চলে যায়,
এক একটি বছরের এই মেলায় আসে যায় ..
সহাস্য কিছু পরিহাস,
প্রেমের বসন্ত মাস ।
'দেবর্ষি' রা থমকে থাকে,
মনের আল্গা খাঁজে-ফাঁকে ।
একলা রাতে একটি মেয়েই
শুধু থাকে অপেক্ষায়,
সময় শেষ, ইচ্ছের নিঃশেষ,
শুধু 'দেবর্ষি' নামেরই মানে হয়না ।
ekdom sotyi
ReplyDeleteamader ei maane khojar khoj ta hoito ek antoheen prokriya.....ekta lomba path chola... hoito saara jiboner somoytao jathesto noy khoj sesh korar jonye!!!