Followers ...

Monday, October 15, 2012

ভাঙ্গন




আমি এক তাল মাটি নিয়ে
কৃষ্ণ-রাধার প্রেম গড়েছি,
সেই মাটি একদিন,
      দুর্গার চোখের জল হয়ে
      গঙ্গার আশ্রয় খুঁজলো ।
পাকেঁর ভিড়ে শোলার মুকু্ট‌,
কালো হয়ে জীবন বিষিয়ে দেয়;
মুখো্মুখি কিছু স্ংগ্রাম,
অভিধানের মানে বদল করে ।
আজ আর অমৃত নামে না,
বরষা-বৃষ্টি আর একটা ছাতা,
দুই প্রেমপাখিকে ভিজিয়ে দেয় না,
আজ যে বির্সজনের দিন ---
আমার, তোমার, প্রেমের ।

2 comments:

  1. Paulami, darun laglo tomar lekhaTa... bhison pakapokto lekha... bunte thako emoni onek sundor kobita :-)

    ReplyDelete
    Replies
    1. Anunoy.. Dhanyobad lekhata porar jonne ... Asha korbo baki kobita gulio tomar ek e bhabe bhalo lagbe....

      Delete