Followers ...

Wednesday, June 6, 2012

সেতু


সেই রাত,

মনের কথা জানত শুধু মন;
এই পৃথিবীর সুদূর কোণে
আব্দার-হাহাকার আষ্টেপৃষ্ঠে বেঁধে ,
অতীত লিখন মোছার চেষ্টায়
সদা ব্যস্ত হাত ভুলে গিয়েছিল
সে আরেকটি হাতের স্পর্শ পেতে চায় ।

সেই রাতেই,
আরেক  পৃথিবীতে ঘর বেঁধে,
ছিন্ন অদৃশ্য বন্ধন
সুতোয় মোড়ার আবেদন নিবেদনে,
দ্বিধা জড়িত এক মস্তিষ্ক করছিল হিসেব;
আপেক্ষিকতার মোহে কয়েকটি বছর,
দীর্ঘশ্বাসের অপর নামকরণ করেছিল 'কান্না'। 




সেই রাতে এবং পরবর্তী প্রতিটি রাতে,
দুই পৃথিবীর কাছে,
ভালোবাসাদের একমাত্র দাবী ছিল ........
" ছায়াপথ চাই ! ছায়াপথ চাই !"