রৌদ্রের কাঠিন্যে ছায়া ঘেরা শীতলতা, তুমি ..
রাস্তার কোলাহলে সেদিনের স্থবিরত্ব, তুমি ..
কাগজে কাগজে রক্তের কাহিনীর ভিড়ে,
প্রেমের কবিতা, তুমি ...
আমার মনের ক্ষণস্থায়ী জটিলতা,
কান্না-অভিমানের জগতে স্থায়ী, তুমি..
যা কিছু ভুল আমার,
তার মাঝে ক্ষমার আদর, তুমি ..
আর
আমার মাঝে 'আমরা'র অস্তিত্ব, তুমি ..
একমাত্র তুমি ।
ভালো লাগল। শেষ-মেষ ইন্ডী ব্লগে বাংলা ব্লগ খূঁজে পেয়ে আশ্বস্থ হলাম। গীতশ্রী
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ ।
DeleteGood..:)...
ReplyDelete