নির্জনে বয়স পালিয়ে প্রেমের গোধূলি,
আজও এক অশান্ত বিকেলে অদৃশ্য ভালোবাসা যাপন।
সেবেলা সে নদীতীরে গুটি কয়েক আলোছায়া লুকায়,
দেশ ছাড়া দুই প্রাণ দিন গোনে ফিরে পাওয়ার আবহাওয়ায়।
মধ্যবর্তী কাহিনির বাঁধনে প্রান্ত দু'য়ের চিরকালীন দূরত্ব,
এক আকাশ মেঘের রাজ, বৃষ্টি ছোঁয়ায় অকাল বৈরাগ্য ।
prem er godhuli kina jani na, tobe tor kobi-prothiva modhyo gogone uthchhe sobe!!!
ReplyDeletekhub porinoto, khub nibir.
chalie ja...