Followers ...

Thursday, December 16, 2010

দেবর্ষি (তৃতীয়)



দেবর্ষি,
কথা ছিল এক-একটি প্রেম পত্র লেখার,
না জানা কিছু জীবন দেখার ।
হাত ধরে ঝড় পার হব,
তুমি মেঘ, আমি আকাশ ছোঁব ।
একদিকে ঝিল তখন
আর একদিকে তোমার কাঁধ,
দেবর্ষি,এখন রাতে গভীর অবসাদ।
ভীষ্মের পণে শত-সহস্র তীর সান্ত্বনা দেয়,
তুমি শুধু ঘুম ভাঙ্গাও অতি অবহেলায়।
প্রতি ব্যথায় উদাহরণ হয়ে ঝরো,
দেবর্ষি, তুমি বড্ড আবদার কর।
কাজের সন্ধানে 'কর্মক্ষেত্র' কেনো,
শেষ বেলায় অপেক্ষায় রব, এটাও একটু জেনো।
ঝারবাতি যখন অস্তাচলে,
সমুদ্র তুমি খোঁজ,
ডুবে যাওয়া মেয়ে, ভেঙ্গে যাওয়া কাঁচ,
দেবর্ষি,
আজও তুমি অবুঝ চরিত্র সাজো ।




2 comments:

  1. ei kobitata khub valo laglo...
    sobdogulo govir vaab ke darun kore sajie diechhe...
    er poreo ki tor raat jagano manushta firbe na?

    ReplyDelete