Followers ...

Showing posts with label Anubhuti. Show all posts
Showing posts with label Anubhuti. Show all posts

Wednesday, May 22, 2019

স্বগতোক্তি

কাজের ভিড়, তৎক্ষণিক আনন্দের প্রত্যাশায় নিরলস পরিশ্রম আমাদের ভুলিয়ে দেয় কারণবিহীন মন খোলা হাসির উৎস। হারিয়ে যাওয়া পথ, দিকভ্রষ্ট মন যখন এদিকে ওদিকে চেয়ে প্রত্যাখ্যান স্বীকার করে নেয় আর ভাবে এই বুঝি শেষ; মুহুর্ত বন্দী করার অজুহাতে জমিয়ে রাখা থরে থরে সাজিয়ে রাখা ছবিরা যখন দুঃখের সাথে বলে ওঠে - "আমাদের মধ্যে সে তো কোন দিন ছিল না,  কাকে খোঁজার বৃথা চেষ্টা করছ তুমি! " আমার মন তখনও ঘুরেফিরে চলেছে ছোটবেলার অলিগলি। ডাকাতের কালী পূজো, মানুষ বলি, ছমছমে রাতে রাণীর পালকি চলার হঠাৎ বন্ধ হয়ে যাওয়া,  আবার কখনও দুয়ো রাণী-সুয়ো রাণী আর রাজপুত্রের রাজকন্যা উদ্ধার- আমার জীবনের উপন্যাস তো এইসব গল্পের বর্ণনায় শুরু হয়ে ছিল- সেই কত বছর আগে ছোটবেলায়। ছোটবেলা মনে করতে ছবি দরকার পড়ে না- একেবারে বেমানান।  শুধু মনে হয় যদি একদিন সব ভুলে যাই!

আমি মাঝেমাঝেই কষ্টের বহিঃপ্রকাশে ভেবেছি-  না, আমাকে কেউ ভালোবাসে না। আমি ভুলে গিয়েছিলাম আমার ছোটবেলায় এমন একজন ছিল যে তার সব ভালোলাগা, সব অনুষ্ঠানে, আবার কখনও কারণ ছাড়াই আমাকে পাশে পেতে চেয়েছে; হাজার লোকের ভীড়ে আমার হাত খুঁজে পেতে চেয়েছে আর পেয়ে গিয়ে চোখের খুশিতে অবলীলায় বুঝিয়েছে আমি তার জন্য কি!  আর আমি বোকা মেয়ে, ভেবেছি যে আমাকে কেউ ভালোবাসে নি! 

আজ আমার ছোটবেলা অনেক দূর দেশ পাড়ি দিয়েছে।  যাওয়ার আগেও আমাকে সে একবার ডাক দিয়েছিল সেই নামে যে নামটা শুনলেই ছোট্ট আমি মিথ্যা রাগ করতাম, কিন্ত পরক্ষণেই ছুটে তার কোলে লাফিয়ে উঠে পড়তাম। আমার এইবার ছুটে যেতে অনেক অনেক দেরী হয়ে গেল। 

Thursday, December 16, 2010

দেবর্ষি (তৃতীয়)



দেবর্ষি,
কথা ছিল এক-একটি প্রেম পত্র লেখার,
না জানা কিছু জীবন দেখার ।
হাত ধরে ঝড় পার হব,
তুমি মেঘ, আমি আকাশ ছোঁব ।
একদিকে ঝিল তখন
আর একদিকে তোমার কাঁধ,
দেবর্ষি,এখন রাতে গভীর অবসাদ।
ভীষ্মের পণে শত-সহস্র তীর সান্ত্বনা দেয়,
তুমি শুধু ঘুম ভাঙ্গাও অতি অবহেলায়।
প্রতি ব্যথায় উদাহরণ হয়ে ঝরো,
দেবর্ষি, তুমি বড্ড আবদার কর।
কাজের সন্ধানে 'কর্মক্ষেত্র' কেনো,
শেষ বেলায় অপেক্ষায় রব, এটাও একটু জেনো।
ঝারবাতি যখন অস্তাচলে,
সমুদ্র তুমি খোঁজ,
ডুবে যাওয়া মেয়ে, ভেঙ্গে যাওয়া কাঁচ,
দেবর্ষি,
আজও তুমি অবুঝ চরিত্র সাজো ।




Friday, December 10, 2010

Ek Bochor por...


This ekbochor mone hoina bola jai....ekta blog post hyechilo ei khane....Kotha chilo abar ek bochor pore abar likhbo ..ki peyechi r ki paini sei tulona sathe niye...
Kotha rakhchi..hoito ektu agei rakhchi..kalker kono thik nei...ajker ichchai bacha...
Notun bochorer porikolpona chilo ektu bastob badi hobo...hoito hote perechi..kinba parini...ekhon jodi vabi to mone hoi ki ese jai...kichui to na...sob rokom obosthai to sob kichu samle esechi..r sob kichu samlei jai....
Aj jokhon r ekjon ke amar jaigaye dekhi...kharap lage..onek kharap lage...r jokhon se onek kacher hoi !..sudhu matro ekjon attiyo bolei noi...ekjon je onek sorol....mone hoi sorolota r boisisto obolupti r pothe jokhon kichu manus take firie anar chesta kore...porikkhkha ki tader ditey hoi? sorolota ki haratei hoi?
sedin er obostha r ajker obosthar to poriborton hoini kichu..sudhu choritro bodleche...dukhkho jeno ek obodomito bhalobasa..kichu jinis emon hoi ja kono din poribortito hoina...bhouto biggan er sei rasayonik bikriya r moto...kichu boisisto manuser prokritir sathe bajhyik upolokhkher dwara emon vabe jukto hoye jai je fire aste chaileo fera jaina ..
Sudhu etai prapti ei je kichu manus hoito fire ase....
ar emniteo ki jai ase.....sob ek somoi nijer moto korei thik hoye jai.....r na holeo ba ki ese jai !





Friday, May 7, 2010

... উত্তর ....


বালখিল্য  
হারিয়ে গেল .... 
অভিনয়ের অস্তরাগে ।
অবদমিত কান্না আর
কবিতার বৈরাগে ।
বসন্ত আসার আগে
নামলো সন্ধ্যা,
আরতি ভুলে 
করলাম .. অসীম
প্রতীক্ষা ।
মনকে দিলাম শান্তি,
গাইলাম ফিরে আসার 
প্রশস্তি,
আবার সূর্য উপহার দিল
নতুন বৃষ্টি ।
দিন দিয়ে গেল আকাঙ্খা 
 

হাজার,
এরপর হারালো দোলাচল,
মুছলো আশার বাঁধন;
ঠোঁটে রাগ আর মনে ভালবাসা নিয়ে
রয়ে গেল একাকীত্বের 
কৃচ্ছ সাধন ।