...যত দেবে দুঃখ ..
আমি থাকব আরও আমার মতন ।
দাও যদি সাদা,
আমি দেব যুদ্ধ ।
যদি আমায় যাও ভুলে,
মনের দরজায় দেব হাওয়া ।
আর যদি বল .-- ' দূর ..দূর .. দূর হ তুই ',
আমি মাত্র বলবো,
দেবর্ষি,
' মনে আসো ।
আমি শুধু জানি,
কেবলই মানি,
রাস্তায় অবহেলায় পড়ে থাকা রজনীগন্ধার দল,
একবারের জন্য পলাশ ছুঁতে চায় ।
love leads to passion...
ReplyDeletetruly said !!!