Followers ...

Wednesday, January 21, 2015

নতুন কবিতা (2)



এক সময় শীতও ক্লান্ত হয় অপেক্ষায়,
তারাদের দেখা অদেখায় একলা হতে চায়।
ঝাপসা আদল শেষের শেষেও সূচনা জানান দেয়,
এক আত্মস্থ ভালবাসার। 


যা কিছুর ছিলনা ফিরে আসার,
আবার,বারবার।
শুরু থেকে যে শুরু, তার নামান্তর
মুঠিবদ্ধ দীর্ঘ ইতিহাস মনে হয়।

2 comments:

  1. "এক সময় শীতও ক্লান্ত হয় অপেক্ষায়"

    তবুও সবকিছু কেমন

    "মুঠিবদ্ধ দীর্ঘ ইতিহাস মনে হয়"

    ভাল লাগা রইল, আবার আসবো হয়তো!

    ReplyDelete
    Replies
    1. Bilayat... অসংখ্য ধন্যবাদ, অপেক্ষায় থাকব তবে।

      Delete