Followers ...

Tuesday, March 25, 2014

অন্বেষা




কথার ফাকেঁ,
মনের বাঁকে
কিছু শব্দ জমে ছিল।

সারল্যের জটিলতায়,
কথা কাটাকাটি
কিছু হাঁকাহাঁকি ছিল।

দুঃখ-আড়া্‌ল,
আশেপাশে
বইয়ের পাহাড় ছিল।

আমার তুমি,
তোমার আমি
রূপকথার জগৎ ছিল।

ছিল
একরাশ
প্রশ্ন আর প্রশ্ন।

সবকিছুর মাঝে
একটা অবাধ্যতা ছিল,
আমি – যে জানত,
উত্তর দিতে নেই, শুধু খুঁজতে হয়।