Followers ...
Thursday, October 16, 2014
Wednesday, October 15, 2014
তারা, কারা ?
আড়ালের খোঁজে মত্ত
তারা,
কারা?
যারা মনের দেওয়ালে
হাত রেখে
মিছিলের পথ দেখে;
আর ভাবে,
জমির পর
এই আকাশ কার হবে!
তারা,
কারা?
আমার কবিতারা।
Tuesday, March 25, 2014
অন্বেষা
কথার
ফাকেঁ,
মনের
বাঁকে
কিছু
শব্দ জমে ছিল।
সারল্যের
জটিলতায়,
কথা
কাটাকাটি
কিছু
হাঁকাহাঁকি ছিল।
দুঃখ-আড়া্ল,
আশেপাশে
বইয়ের
পাহাড় ছিল।
আমার
তুমি,
তোমার
আমি
রূপকথার
জগৎ ছিল।
ছিল
একরাশ
প্রশ্ন
আর প্রশ্ন।
সবকিছুর
মাঝে
একটা
অবাধ্যতা ছিল,
আমি
– যে জানত,
উত্তর
দিতে নেই, শুধু খুঁজতে হয়।
Subscribe to:
Posts (Atom)