Followers ...

Tuesday, February 26, 2013

নতুন কবিতা (১)



রৌদ্রের কাঠিন্যে ছায়া ঘেরা শীতলতা, তুমি ..
রাস্তার কোলাহলে সেদিনের স্থবিরত্ব, তুমি ..
কাগজে কাগজে রক্তের কাহিনীর ভিড়ে,
প্রেমের কবিতা, তুমি ...
আমার মনের ক্ষণস্থায়ী জটিলতা,
কান্না-অভিমানের জগতে স্থায়ী, তুমি..
যা কিছু ভুল আমার,
তার মাঝে ক্ষমার আদর, তুমি ..
আর
আমার মাঝে 'আমরা'র অস্তিত্ব, তুমি ..
একমাত্র তুমি ।