সূচনা :
রাত জেগে এদিক-ওদিক ভেবে চলা এক বদঅভ্যাস, আর ভাবনার সাথী যখন কল্পনাই, তখন , কিছু কবিতাই সঙ্গী হয়ে মন খারাপের তীব্রতা দূরীভূত করে । তখন অনেক রাত, নাহ , সকালের পথে চলতে থাকা দিনের ইঙ্গিত ছিল .... লাল চোখ এক মুখাবয়বের আবহে বিভর ছিল । কিন্তূ সময় তো শেষ হয়ে গিয়েছিল, ছেড়ে আসা সময়ের বন্ধু হতে চাওয়া এক বোকামি-পাগলামি ! সারা পৃথিবী সেই পাগলামি দেখবে বলে সদা ব্যস্ত । কিন্তূ এমনটাতো হতে দেওয়া যায় না ...তাই জায়গা খুঁজে পাওয়া গেল ডায়রীর রুল টানা পাতায় ।
নিরর্থক ভরসায়, আকাশ ভোলানো স্নিগ্ধতায় আমি এক অন্য মানুষ , যে নামের ভিতর আর মানে খুঁজতে চায় না, কাজের মাঝে অনাবশ্যক জীবন খুঁজে চলে । কিছু পথ শেষ হয়না, শুধু কিছু জমানো পাথর পথ আগলে দাঁড়ায় । সেই সব পাথর ভাঙ্গার চেষ্টা .. শুধুই চেষ্টা ....
চার রাস্তার মোড়ে
বাস যায় ছেড়ে,
দিক শূণ্য চোখ
মন-মরার শোক,
ভাব সাগরের পাড়
জীবন ছাড়খার |
দেবর্ষি ঘাড়
ফিরিয়ে চায়,
আমার রাতের
এক আকাশ অপেক্ষায় |
কিন্তূ ....
আমি আজ নেই
পুরানো পথের বাঁকে,
ভাঁজে বন্দী চিঠির
খয়েরী রং-এর ফাঁকে |
মিছ্রির দানা
তিক্ততা বেচে,
ব্রীজের নীচে
বৃষ্টি খানিক ভালোবাসা খোঁজে |
ঘরের মোহ
সর্বস্ব দাহ,
সীমাহীন কল্পনা
স্বপ্নেরা আর তো ফিরে আসেনা |
স্বপ্নেরা আর তো ফিরে আসেনা |