সূত্রপাত : কলেজের fest এ নিজের নাম যখন শুনলাম, একটু অস্বস্তি শুরু হয়েছিল । চিরকাল মনের কথা কবিতার মাধ্যমে প্রকাশ করে এসেছি; কেউ বুঝেছে-কেউ বোঝেনি কেউ বোঝার চেষ্টা করেছে-কেউ করেনি; সোজা হিসেব। হঠাৎ করে শুনলাম আমি আমার কষ্টের কারণ, খারাপ লাগার পিছনের ঘটনা নিজেই জানিনা ! হয়ত জানিনা, কিংবা জেনেও অবহেলা করার চেষ্টায় মগ্ন থাকি । খারাপ তো অনেক কিছুতেই লাগে, কখনও বলা যায়, আবার কখনও বলা হয়ে ওঠেনা। কারণ বলার পরেও যদি একই খারাপ বারবার লাগে, তখন মনে হয় বলা বা না বলাতে কিই বা পার্থক্য থাকে ! ...।
আমি চিরকাল খুঁজে এসেছি ..(?) ... অবহেলায় -- অসময়ে -- বর্তমান বা ভবিষ্যৎ -- অবোধগম্যতায় -- অদেখা --ঘৃণা -- আত্মসমালোচনায় -- নেতিবাচকতায় -- জটিলতায় ...সর্বত্র ।
সত্যি ! কেন কবিতা লেখা হয় !
আজও এক দেবর্ষির দিন ,
কবিতাহীনের দেশে নতুন কবিতার দিন ।
তারা বলে ----
আমি একাকীত্বের গল্প বলি ,
তারা বলে চলে ----
আমিতো রং-চটা জল-ছবি আঁকি ,
তারা আমাকে চেনেনা ..
দেবর্ষি ...
তোমার অবস্থান আমার রন্ধ্রে।
আজও খেলার ছলে
উড়ো কাঁচ কথা বলে ,
এক হাজার বছর পরে
হাত এক নতুন ছন্দ পেল ,
দেবর্ষি ..
তুমি শুধুই কথা বল....
আজও সবার ভিড়ে আমাকে ভুলে যাও,
অপেক্ষার হাত আর ধরতে না চাও ।
দেবর্ষি...
তুমি তাদের বুঝিয়ে দিও
কেন আমি কবিতা লিখি !
কেন এত কথা বলি !
দেবর্ষি ..
ঘুম হবেনা যেনেও ,
আমি যে আজও স্বপ্ন তৈরী করি ..