স্বীকারক্তি:
বেশ কিছুদিন আগের লেখা এটি । এখন মনে পড়েনা কি ভেবে লিখেছিলাম ! তবে কল্পনা নির্ভর লেখা নয়, কল্পনায় ভর করে আমি হয়ত কোন কিছুই লিখতে পারিনা। বলা যেতে পারে, আবেগ নির্ভর লেখা এটি ।
ভূমিকা:
এক, দুই, তিন করে গুনে গুনে কবে যে হাতের কড় কম পরে গিয়েছিল বুঝতে পারিনি। সেই সময় তো আর মনেও পড়ত না কে কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, ভুলে গিয়েছিলাম এক অপবাদ -- হয়ত আমি সেদিনও ভালোবাসতে পারিনি, আজও শিখে উঠতে পারিনি। আমি আজও তো ভা্লোবাসার পথ দেখবো বলে চোখ পেতে থাকি। যদি নাই ভালোবাসলাম তো কেন একলা সময়ে চোখ বাস্তবতা খোঁজেনা, দুর্বলতা বোঝেনা ! আবেগের অনুভূতি সাদা পাতায় জায়গা পেয়েই খুশী হয়ে যায়, মানুষের মন নাই বা পেল !
কিন্তূ হয়ত আমি এটা ভুলে গিয়েছিলাম যে, সব কিছুই একদিন অতীত হয়ে যায়। এটাই বাস্তব। অভ্যেস একদিন ভালোলাগার দমকে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তাকে তো পুরানো রাস্তায় ফিরতে হবেই। মনকে তো মানতেই হবে -- সবই এক সাময়িক দৃশ্য ...।
রাস্তার এক চাঁদ ঝলকে
আঁখি দুই আয়ত্ত করে স্বপ্নবহ্নি,
আজ-কাল-অবেলার অদেখায়
জীবন নতুন প্রয়োজন লেখে ।
দুষ্ট-নষ্ট রাত
গান-কথা-ঝগড়ার সূত্রপাত।
ভিড়-ছন্দ ফুলে নেই গন্ধ,
শুধু ... শুধু ....
প্রথম আদর মনে করে গভীরতর রন্ধ্র ।