কোন সময় ওষ্ঠাধর নিঃশ্চুপে
আস্থার বুকে মস্তক সঁপে ।
সারাদিন ভেবে একটা কবিতা খাতায় জায়গা না পায়,আস্থার বুকে মস্তক সঁপে ।
খুঁজে ফেরে, কোন এক ভুলে যাওয়া সময় ।
পাচিঁলের ওপাড়ে পথ নেই,
বিষ্ণুপ্রিয়া পরিত্যজ্যে ধর্ম খুঁজে চলে নিমাই ।
অবিনশ্বর রিক্ততার ভিড়ে,
বিশ্বাস ঘর ছাড়ে ধীরে ধীরে ।
নানান কথা, সারা দেহ ঘুরে নিঃশেষ হয়,
গভীর ব্যথা বুকের মাঝে রয়ে যায় হয়ে অক্ষয় ।
' আবার আসবো ফিরে ' -- ঋণের গান বাজে,
দুগ্গা বিসর্জনের পরে আবার রঙ্গমঞ্চ সাজে ।